সেরা ১০ শিক্ষামূলক ব্লগ

সেরা ১০ শিক্ষামূলক ব্লগ সাইটের তালিকা আমার এই পোস্টে থেকে দেখে নিন। সেরা ১০ শিক্ষামূলক ব্লগ সমূহ: বিডিব্লগ ডটটপ, টেকটিউনস, সামহোয়্যার ইন ব্লগ, লেখাপড়া বিডি, বাংলা টেক টুয়েন্টিফোর, টিউনারপেজ প্রভৃতি।

সেরা ১০ শিক্ষামূলক ব্লগ

যে সমস্ত ব্লগ থেকে আমরা কিছু শিখতে পারি সেই ব্লগগুলোকেই আমি শিক্ষামূলক ব্লগ মনে করি।

১। টেকটিউনস – Techtunes

টেকটিউনস এই সাইটি বাংলাদেশের সবচেয়ে সেরা এবং জনপ্রিয় বাংলা টেকনোলজি সাইট। টেকটিউনস ২০১১ সালে যাত্রা শুরু করেছে। টেকটিউনস গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞাপন এবং নিজেরা সরাসরি বিজ্ঞাপন সংগ্রহ করে সেই বিজ্ঞাপন থেকে আয় করছে। মেইন ক্যাটেগরি: অনলাইন ইনকাম, ব্লগিং, অ্যান্ড্রয়েড, রিভিউ, গ্যাজেট, ট্রিক্স এন্ড টিপস, টেকনোলজি ইত্যাদি।

২। সামহোয়্যার ইন ব্লগ – বাঁধ ভাঙার আওয়াজ

সামহোয়্যার ইন ব্লগ, বাঁধ ভাঙার আওয়াজ নামেও পরিচিত, বিশ্বের প্রথম এবং বৃহত্তম বাংলা ব্লগ সম্প্রদায়। প্রধান আকর্ষণ হল ফোনেটিক কীবোর্ড যা ওয়েবে বাংলা লিখতে খুব সহজ করে তোলে, এমনকি আপনি বাংলা টাইপ করতে না জানলেও। অন্যান্য আকর্ষণ হল সামনের পৃষ্ঠায় সমস্ত আগত পোস্ট এবং গ্রুপ ব্লগ পরিষেবা প্রদর্শন করা হয়। 16ই ডিসেম্বর 2005 এর সাধারণ শুরু থেকে, কোথাও কোথাও… ব্লগ বাংলা ব্লগিং এর ট্রেন্ড সেটার হয়ে উঠেছে।

আরো পড়ুনঃ ১০০টি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট, সেরা বাংলা ব্লগ সাইট

৩। Lekhapora BD – লেখাপড়া বিডি

আমি অনলাইনে ঘাটাঘাটি করে যে তথ্য পেলাম তাতে লেখাপড়া বিডি বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা বিষয়ক ব্লগ সাইট। লেখাপড়া বিডি এই সাইটে শিক্ষা বিষয়ে সকল ধরনের পোস্ট লিখে। এছাড়াও এই সাইটে লেখাপড়া সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর পাবেন। মেইন ক্যাটেগরি : প্রশ্নত্তোর, ভর্তি তথ্য, ফলাফল,শিক্ষাবৃত্তি, বিগত সালের প্রশ্ন প্রভৃতি।

৪। ট্রিক বিডি: Trickbd.com – Know for sharing

ট্রিক বিডি বাংলা ভাষার বাংলাদেশের একটি জনপ্রিয় টেক ব্লগ সাইট। ট্রিক বিডি ২০১৩ সালে যাত্রা শুরু করেছে। ট্রিক বিডি এই সাইটটি গুগল এ্যাডসেন্স থেকে আয় করছে । এছাড়াও আপনারা চাইলে ট্রিক বিডি সাইট থেকে কনটেন্ট লিখে আয় করতে পারবেন। আপনার যদি ট্রিক বিডি সাইটে কনটেন্ট লেখা ইচ্ছে হয় তাহলে ট্রিক বিডি সাইটের এডমিনের সাথে যোগাযোগ করে শুরু করতে পারেন।

আরো পড়ুন: বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা, বাংলাদেশের সেরা অনলাইন পত্রিকা

৫। The 10 Minute School Blog

The 10 Minute School Blog: দেশের সবচেয়ে বড় শিক্ষামূলক ব্লগ, নিজ ভাষায় শিক্ষার এক নতুন উদ্যোগ। আপনার শিক্ষাকে আরও আনন্দময় করতে 10 Minute School নিয়ে এলো দেশের সবচেয়ে বড় শিক্ষামূলক ব্লগ, সম্পূর্ণ বাংলায়। পড়াশোনা থেকে শুরু করে বহিঃবিশ্বকে জানা, সব হবে এখন নিজ ভাষায়।

৬। Banglatech24.com – বিজ্ঞান ও প্রযুক্তির সবকিছুই বাংলায়

Banglatech24.com: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, বিশ্লেষণ, টিপস এবং ট্রিকস জানতে এক্ষুণি ভিজিট করুন Banglatech24.com ওয়েবসাইট।

আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ১০ পত্রিকা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা

৭। Banglatech.info – সেরা বাংলা প্রযুক্তি ব্লগ

Banglatech.info – সেরা বাংলা প্রযুক্তি ব্লগ: এখানে আপনাকে অনলাইন ইন্টারনেট এর মাধমে ইনকাম কেমনে করবেন সেটাও শিখাবো। ইউটুবে,  সোশালমিডিয়া , ব্লগ, ইন্টারনেট আদি সব কিছু শিখেনিন এক ব্লগ এর মাধ্যমে।

৮। মুক্তমনা

মুক্তমনা অভিজিৎ রায় (১৯৭১- ২০১৫) কর্তৃক ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং মানবতাবাদীদের দ্বারা পরিচালিত একটি আন্তর্জালিক চক্র। মুক্তমনা বর্তমান সমাজে বিদ্যমান অদৃষ্টবাদ, ভাববাদ আর বিশ্বাসনির্ভর লাগাতার প্রকাশনা আর প্রচারণার বিপরীতে একটি বিজ্ঞানমনস্ক এবং যুক্তিবাদী ধারা প্রবর্তনে বদ্ধপরিকর। মেইন ক্যাটেগরি: বাংলা ব্লগ, পডকাস্ট, ই-গ্রন্থাগার, বিবর্তন আর্কাইভ, অভিজিৎ আর্কাইভ, অনন্ত আর্কাইভ, পুরোনো আর্কাইভ।

আরো পড়ুনঃ  বাংলাদেশের সেরা ১০ জন বক্তার নাম, বাংলাদেশের সেরা বক্তাদের তালিকা

৯। বিডিব্লগ ডটটপ – Bdblog.top

বিডিব্লগ ডটটপ (Bdblog.top) বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বাংলা ব্লগ। এখানে মোবাইল ব্যাকিং, টেলিকম, ব্লগিং, অনলাইন ইনকাম, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে শিক্ষামূলক পোস্ট পাবেন। এই সাইটটি ২০২০ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু করেছে।

১০। টিউনারপেজ

TunerPage.Com – সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ টিউনারপেজ। কম্পিউটার ও মোবাইল টিপস সহ আরও অনেক কিছু।

সেরা ১০ শিক্ষামূলক ব্লগ

উপসংহার

আমার ফেসবুক লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আর আমার লেখা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন।

আমার লেখা এই পোস্টটি পরিচিতিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই বিভাগের প্রথম পৃষ্ঠায় যেতে ক্লিক করুন

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে ফেসবুকগুগল নিউজ ফলো করে আমার সাথে যুক্ত থাকুন।

Spread the love

Leave a Comment