রুকুর তাসবিহ বাংলা উচ্চারণ

রুকুর তাসবিহ বাংলা উচ্চারণ, রুকুর তাসবীহ, রুকুর তাসবিহ উচ্চারণ, রুকু ও সেজদার তাসবিহ , রুকুর তাসবিহ এর বাংলা অর্থ কি আমার এই পোস্ট থেকে জানতে পারবেন।

রুকুর তাসবিহ বাংলা উচ্চারণ

আরবিسُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ
বাংলা সুবহা-না রব্বিয়াল আ`যিম। (তিরমিজি, আবু দাউদ)
অর্থআমার প্রভু পবিত্র ও মহামহিম।
হাদিসহযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, তোমাদের কেউ যখন রুকু করে তখন সে যেন তিনবার ‘সুবাহানা রাব্বিয়াল আজিম’ বলে এবং যখন সিজদা করে তখন যেন তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আলা’ বলে। যখন সে এভাবে করবে তখন তার রুকু ও সিজদা পূর্ণ হবে।
আরো পড়ুনঃ সবগুলো দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে নিন
রুকুর তাসবিহ বাংলা উচ্চারণ

সর্বশেষ

আমার ফেসবুক লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আর আমার লেখা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন।

আমার লেখা এই পোস্টটি পরিচিতিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই সাইটের প্রথম পৃষ্ঠায় যেতে ক্লিক করুন

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে ফেসবুকগুগল নিউজ ফলো করে আমার সাথে যুক্ত থাকুন।

Spread the love

Leave a Comment