নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪

নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪, নগদ সেন্ড মানি চার্জ কত, নগদ ক্যাশ ইন চার্জ কত যেভাবেই লিখে খুঁজেন এই পোস্টে সকল নগদ মোবাইল ব্যাকিং চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

নগদ ক্যাশ আউট খরচ কত, নগদ ক্যাশ আউট রেট কত, নগদে হাজারে কত টাকা চার্জ কাটে? আপনারা প্রভৃতি লিখে অনেকেই গুগলে খুজছেন।

আপনি যদি নগদ মোবাইল ব্যাকিং সেবার একজন গ্রাহক হন বা হতে চাচ্ছেন তাহলে নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪, নগদ একাউন্টের ক্যাশ ইন চার্জ কত, নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ কত, নগদ একাউন্টের লেনদেনের লিমিট সম্পর্কে আপনার জানা দরকার।

নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪, নগদ একাউন্টের ক্যাশ ইন চার্জ, নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ কত, নগদ একাউন্টের মোবাইল রিচার্জ চার্জ কত সেই সম্পর্কে এই পোস্টে বিস্তারিত সকল তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। এছাড়াও এই পোস্টে নগদ মোবাইল ব্যাকিং সেবা সকল লেনদেনের লিমিট সম্পর্কে লেখার চেষ্টা করেছি।

নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪

নগদ মোবাইল ব্যাকিং একাউন্ট থেকে দুটি উপায়ে টাকা উত্তোলন করা যায় যেমন:

  • *167# ডায়াল করে নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪
  • নগদ অ্যাপে ক্যাশ আউট চার্জ কত টাকা ২০২৪

*167# ডায়াল করে নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪

আপনি যদি *167# কোড ডায়াল করে নগদ মোবাইল ব্যাকিং একাউন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে ১৫ টাকা হারে কেটে নিবে। এছাড়াও আপনি যদি *167# এর মাধ্যমে নগদ এজেন্ট থেকে টাকা উত্তোলন করেন তাহলে দৈনিক অথবা মাসিক কত টাকা উত্তোলন করতে পারবেন জেনে নিন –

• প্রতিদিন সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০০ টাকা পর্যন্ত এজেন্ট থেকে ক্যাশ আউট এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

• দিনে ক্যাশ আউট সর্বোচ্চ ৫ বার করতে পারবেন টাকার পরিমাণ ৫০-২৫০০০ টাকার মধ্যে হতে হবে।

• মাসে ২০ বারে সর্বমোট ১,৫০,০০০ টাকা এজেন্ট থেকে ক্যাশ আউট করে উত্তোলন করতে পারবেন।

নগদ অ্যাপে ক্যাশ আউট চার্জ কত টাকা ২০২৪

আপনি যদি নগদ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে খরচ হবে ১২.৫০ টাকা। আপনি বিকাশ ও রকেট অ্যাপ এর থেকে অনেকে কমে নগদ অ্যাপে ক্যাশ আউট করার সুবিধা উপভোগ করতে পারবেন। আপনি যদি নগদ অ্যাপ দিয়ে এজেন্ট থেকে টাকা উত্তোলন করেন তাহলে দৈনিক অথবা মাসে কত টাকা উত্তোলন করতে পারবেন জেনে নিন –

নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে আপনাদের *167# কোড ডায়াল করে ক্যাশ এর লিমিটই প্রযোজ্য।

এটিএম থেকে নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪

নগদ একাউন্ট থেকে এটিএম ক্যাশ আউট করার সুবিধা এখনও যুক্ত করা হয়নি। ভবিষ্যতে এটিএম ক্যাশ আউট সুবিধা যুক্ত করা হতে পারে।

নগদ ব্যাংক ক্যাশ আউট ও ক্যাশ ইন সুবিধা সম্পর্কে

নগদ মোবাইল ব্যাকিং সেবার সাথে এখনও কোনো ব্যাংক যুক্ত হয়নি। তাই নগদ একাউন্ট থেকে ব্যাংক ক্যাশ ইন ও ক্যাশ আউট সুবিধা উপভোগ করা যাচ্ছে না।

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত ২০২৪

ক্যাশ আউট পদ্ধতি প্রতি ১০০০ টাকার ক্যাশ আউট চার্জ
অ্যাপ দিয়ে (রেগুলার একাউন্ট)১২.৫০ টাকা
অ্যাপ দিয়ে (ইসলামিক একাউন্ট)১৫ টাকা
ইউএসএসডি কোড ডায়াল করে (ইসলামিক+রেগুলার)১৫ টাকা

নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ ও লেনদেনের লিমিট

নগদ *167# কোড ডায়াল করে সেন্ড মানি করলে প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য। তবে নগদ অ্যাপ থেকে সেন্ড মানি একদম ফ্রি । নগদ একাউন্ট থেকে দিনে ৫০ বারে ১০ টাকা থেকে ২৫০০০ টাকা বিনা খরচে সেন্ড মানি করতে পারবেন। আর মাসে ১০০ বারে ২,০০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন।

নগদ মোবাইল রিচার্জ চার্জ ও লিমিট

বর্তমানে আমরা অনেকেই মোবাইল ব্যাকিং সেবাগুলো থেকে মোবাইল রিচার্জ করি তাই আমাদের নগদ মোবাইল রিচার্জ চার্জ ও লিমিট সম্পর্কে জানা দরকার। আপনারা নগদ একাউন্ট থেকে দিনে ১০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। দৈনিক ৫০ বারে ১০০০০ টাকা রিচার্জ করতে পারবেন । প্রতি মাসে ১৫০০ বারে ১,০০০০ টাকা রিচার্জ করতে পারবেন।

নগদ ক্যাশ ইন চার্জ কত?

নগদ ক্যাশ ইন চার্জ কত: নগদ এজেন্ট থেকে ক্যাশ ইন করার জন্য কোনো চার্জ কাটা হয় না। নগদ এজেন্ট থেক একদম ফ্রি ক্যাশ ইন করা সুবিধা উপভোগ করতে পারবে।

নগদে হাজারে কত টাকা চার্জ কাটে ২০২৪?

*167# কোড ডায়াল করে নগদ মোবাইল ব্যাকিং একাউন্ট থেকে ক্যাশ আউট কর তাহলে প্রতি হাজারে ১৫ টাকা হারে কেটে নিবে। আর যদি নগদ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করেন তাহলে প্রতি ১০০০ টাকায় ১২.৫০ টাকা কেটে নিবে।

নগদে সর্বনিম্ন কত টাকা ক্যাশ ইন করা যায়?

নগদে সর্বনিম্ন ৫০ টাকা ক্যাশ ইন করা যায়।

নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪

উপসংহার

আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আর আমার লেখা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন।

আমার লেখা এই পোস্টটি পরিচিতিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই বিভাগের প্রথম পৃষ্ঠায় যেতে ক্লিক করুন

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে ফেসবুক পেজগুগল নিউজ ফলো করে আমার সাথে যুক্ত থাকুন।

মানুষ খুঁজছে: নগদে ক্যাশ আউট চার্জ কত ২০২৪, নগদ ক্যাশ আউট খরচ কত, নগদ ক্যাশ আউট রেট কত, নগদে ক্যাশ আউট চার্জ কত ২০২৩, নগদ একাউন্টের ক্যাশ ইন চার্জ কত, নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ কত, নগদ একাউন্টের মোবাইল রিচার্জ চার্জ কত, নগদে সর্বনিম্ন কত টাকা ক্যাশ ইন করা যায়।

Spread the love

Leave a Comment