দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে নিন

জেনে নিন দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ, Dui sijdar majer dua bangla, দুই সিজদার মাঝের দোয়া মিজানুর রহমান আজহারী, দুই সিজদার মাঝের দোয়া বাংলা ও আরবিতে, দুই সিজদার মাঝের দোয়া পড়ার বিধান, দুই সিজদার মাঝের দোয়া হাদিস।

দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে নিন

اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
বাংলা আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি।
অর্থহে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।
হাদিসদুই সিজদার মধ্যবর্তী বৈঠকের এই দোয়া হযরত ইবনে আব্বার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে এই দোয়া বলতেন। তথ্যসূত্র : [হাদীসটি নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থগারগণ সবাই সংকলন করেছেন। আবূ দাউদ, ১/২৩১, নং ৮৫০; তিরমিযী, নং ২৮৪, ২৮৫; ইবন মাজাহ, নং ৮৯৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৯০; সহীহ ইবন মাজাহ ১/১৪৮। ]
আরবিرَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي
বাংলা রব্বিগফির লী, রব্বিগফির লী।
অর্থহে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।
হাদিসহযরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটি পড়তেন। সূত্র: [আবূ দাউদ ১/২৩১, নং ৮৭৪; ইবন মাজাহ্ নং ৮৯৭। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ১/১৪৮।] 
দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ

সর্বশেষ

আমার ফেসবুক লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আর আমার লেখা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন।

আমার লেখা এই পোস্টটি পরিচিতিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই সাইটের প্রথম পৃষ্ঠায় যেতে ক্লিক করুন

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে ফেসবুকগুগল নিউজ ফলো করে আমার সাথে যুক্ত থাকুন।

Spread the love

Leave a Comment