তওবার দোয়া বাংলা উচ্চারণ, তওবা করার দোয়া বাংলা উচ্চারণ

তওবার দোয়া বাংলা উচ্চারণ, তওবা করার দোয়া বাংলা উচ্চারণ, তওবা করার দোয়া বাংলা অর্থ, তওবা করার দোয়া আরবি, তওবার দোয়া আরবি উচ্চারণ, তওবা বাংলা উচ্চারণ আমার এই পোস্ট থেকে দেখে নিন।

আল্লাহু তায়ালা পবিত্র কুরআন মাজীদে তওবা করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। এছাড়াও অসংখ্য হাদিসে বেশি বেশি তাওবা ইসতেগফার করার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে। কেননা গোনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবা ও ইসতেগফার করা।

তওবার দোয়া বাংলা উচ্চারণ

আরবিأَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ
বাংলা আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।
অর্থআমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকেই ফিরে আসছি।
হাদিসরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক তাওবাহ ও ইসতেগফার করতেন।’ (বুখারি)

তওবা করার দোয়া বাংলা উচ্চারণ

আরবিأَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
বাংলা আস্‌তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।
অর্থআমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।’
হাদিসদিনের যে কোনো ইবাদত-বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবাহ-ইসতেগফার করা। হাদিসে এসেছে- এভাবে তাওবাহ-ইসতেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।’ (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)
আরো পড়ুনঃ সবগুলো দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে নিন
তওবা করার দোয়া বাংলা উচ্চারণ

সর্বশেষ

আমার ফেসবুক লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আর আমার লেখা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন।

আমার লেখা এই পোস্টটি পরিচিতিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই সাইটের প্রথম পৃষ্ঠায় যেতে ক্লিক করুন

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে ফেসবুকগুগল নিউজ ফলো করে আমার সাথে যুক্ত থাকুন।

Spread the love

Leave a Comment