ছোট দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে নিন

ছোট দুরুদ শরীফ বাংলা উচ্চারণ, ছোট ও সহজ দরুদ শরীফ, ছোট ছোট দরুদ শরীফ বাংলা উচ্চারণ, ছোট দুরুদ শরীফ সমূহ আমার এই পোস্টে যুক্ত করেছি।

আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআন মাজিদে এসেছে ‘অবশ্যই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে মুমিনরা! তোমরাও তাঁর প্রতি যথাযথ দরুদ ও সালাম পেশ করো’ (সূরা : আহজাব, আয়াত : ৫৬)।

জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা ফরজে আইন। একই বৈঠকে একাধিকবার নবীজী (সা.) এর নাম উচ্চারিত হলে প্রথমবার সবার জন্য দরুদ পাঠ করা ওয়াজিব। নবীজি (সা.) এর নাম এক বৈঠকে বারবার লিখলে প্রথমবার দরুদ শরীফ লিখা ওয়াজিব। দুরুদ শরীফ অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে খুব ধীরস্থিরভাবে চুপি চুপি পড়া উচিত। দরুদ শরীফ পড়ার সময় অধিক নড়াচড়া, মাথা দুলানো, চিৎকার বা উঁচু আওয়াজ করা যাবে না।

ছোট দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে নিন

আরবিالَّلهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
বাংলা আল্লাহুম্মা সল্লি আ’লা মুহা’ম্মাদিওঁ-ওয়া আ’লা আলি মু’হাম্মাদ।
অর্থহে আল্লাহ! আপনি মুহা’ম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের উপর রহমত বর্ষণ কর।

ছোট দুরুদ শরীফ

আরবি اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ
বাংলা আল্লা-হুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহা’ম্মাদ।
অর্থহে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন।

ছোট দুরুদ শরীফ

আরবি صلى الله عليه وسلم
বাংলা সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম।
অর্থআল্লাহ (মুহা’ম্মদের) প্রতি সালাত (দয়া) ও সালাম (শান্তি) বর্ষণ করুন।
ছোট দুরুদ শরীফ বাংলা উচ্চারণ

সর্বশেষ

বি: দ্র: আমার এই পোস্টে উল্লেখিত কোন দুরুদ শরীফ নামাজে পড়া যাবে না, কিন্তু নামাজের বাহিরে সংক্ষিপ্ত দুরুদ হিসেবে এই দুরুদগুলো পড়া যাবে।

আমার ফেসবুক লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আর আমার লেখা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন।

আমার লেখা এই পোস্টটি পরিচিতিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই সাইটের প্রথম পৃষ্ঠায় যেতে ক্লিক করুন

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে ফেসবুকগুগল নিউজ ফলো করে আমার সাথে যুক্ত থাকুন।

Spread the love

Leave a Comment