একটা NID দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়

বিকাশ মোবাইল ব্যাকিং একাউন্ট এখন সব ঘরেই আছে । তাই অনেকের কমন একটি প্রশ্ন একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়।আজকের পোস্টে একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায় এই বিষয়ে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

একটা NID কার্ড দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?

আজকের পোস্টে আমি বিকাশ একাউন্ট সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের বিষয়ে বিস্তারিত লেখার চেষ্টা করেছি যেমন:

  • একটা nid কার্ড দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?
  • বিকাশ একাউন্ট খুলতে NID কার্ড লাগে কেন?
  • একটা NID দিয়ে একটি একাউন্ট কেন?

বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন। যেহেতু একজন ব্যক্তির একটি বৈধ ভোটার আইডি কার্ড হয় তাই একটা nid কার্ড দিয়ে একটি বিকাশ একাউন্ট খোলার অনুমতি পাওয়া যায়। এখন বিকাশ একাউন্ট খোলার জন্য বিকাশ এজন্ট বা কাস্টমার সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় না। আপনি ঘরে বসে বিকাশ অ্যাপ এর মাধ্যমে নিজেই একাউন্ট খুলতে পারবেন।

বিকাশ একাউন্ট খুলতে NID কার্ড লাগে কেন ?

আপনারা হয়তো আগেই জেনেছেন ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান বিকাশ। বাংলাদেশেই শুধুমাত্র তাদের কার্যক্রম পরিচালনা করার অনুমতি আছে। অনেক সময় এক ব্যাক্তির সিম আরেকজনও ব্যবহার করে। তাই উক্ত সিমে কোন বিকাশ একাউন্ট থাকলে তার মালিক কে সেটা খুঁজে পাওয়া খুবই ঝামেলার।

তাই বিকাশ তাদের গ্রাহকের সঠিক তথ্য রাখার জন্য NID কার্ড সংগ্রহ করে। এছাড়া বিকাশ একাউন্ট থেকে বিভিন্ন অবৈধ লেনদেন হয়ে থাকে। আবার বিভিন্ন সময়ে হ্যাকিংয়ের মাধ্যমে গ্রাহকের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। আমার মতে বিকাশ একাউন্ট খুলতে NID কার্ড নেওয়ার কারণ গ্রাহকের প্রকৃত তথ্য সংগ্রহ করা। এছাড়া প্রতারণাএড়ানো প্রকৃত মালিকের পরিচয় বিকাশ কতৃপক্ষের জানা জরুরি।

একটা NID দিয়ে একটি একাউন্ট কেন?

মাত্র কয়েক বছর আগে একটা NID দিয়ে একাধিক বিকাশ একাউন্ট খোলা যেতো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নিয়ম বেধে দেওয়া হয়েছে একটা NID দিয়ে একটি একাউন্টের বেশি খোলা যাবে না।

আপনারা যদি বিকাশ একাউন্ট খুলেন তাহলে অবশ্যই আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে এবং আপনার আইডি কার্ড দিয়েই একাউন্ট খুলবেন। কারণ, আপনি যদি অন্য কারও NID দিয়ে একাউন্ট খুলেন আর আপনার একাউন্টে যদি কোন সমস্যা হয় তাহলে আপনি ঐ ব্যক্তিকে ছাড়া সমাধান করতে পারবেন।

একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়
একটি Nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়

উপসংহার

আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আর আমার লেখা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন।

আমার লেখা এই পোস্টটি পরিচিতিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই বিভাগের প্রথম পৃষ্ঠায় যেতে ক্লিক করুন

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে ফেসবুক পেজগুগল নিউজ ফলো করে আমার সাথে যুক্ত থাকুন।

ট্যাগ সমূহ : একটা nid কার্ড দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?, বিকাশ একাউন্ট খুলতে NID কার্ড লাগে কেন?, একটা NID দিয়ে একটি একাউন্ট কেন?।

Spread the love

Leave a Comment